গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর এর রাজশাহী জোনের অধীনে “নওগাঁ সড়ক বিভাগ” ১৯৮৬ সালে গঠিত হয়। এতে দুটি সড়ক উপ-বিভাগ (নওগাঁ সদর ও পত্নীতলা) রয়েছে। অত্র বিভাগের মোট সড়ক ১৮টি, যার মোট দৈর্ঘ্য = ৪৯২.১১৬ কিলোমিটার। তম্মধ্যে ১টি জাতীয় মহাসড়ক (দৈর্ঘ্য = ৮.০০ কিলোমিটার), ৭টি আঞ্চলিক মহাসড়ক (দৈর্ঘ্য = ২৫৮.৬০১ কিলোমিটার) এবং ১০টি জেলা মহাসড়ক (দৈর্ঘ্য = ২২৫.৫১৫ কিলোমিটার)। অত্র জেলার সকল উপজেলা নওগাঁ সড়ক বিভাধীন আঞ্চলিক মহাসড়ক এবং জেলা মহাসড়কসমূহের মাধ্যমে নওগাঁ সদরসহ বিভাগীয় সদর রাজশাহী এবং নিকটবর্তী জেলা বগুড়া/জয়পুরহাট/নবাবগঞ্জের সাথে সংযুক্ত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS